|
তুরস্কের রাষ্ট্রদূত ঢাকায় ফিরলেনশীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ আগস্ট ২০১৬ প্রায় তিন মাস পর শুক্রবার ঢাকায় ফিরেছেন তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর দেউরিম ওজতুর্ককে আলোচনার জন্য দেশে ডেকে পাঠায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন অবস্থায় সরকার আলোচনার জন্য আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে ঢাকায় ফিরিয়ে আনে। গত সপ্তাহে আঙ্কারায় ফিরে গেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। আর শুক্রবার ঢাকায় ফিরলেন দেউরিম ওজতুর্ক। প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মে মাসে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর বাংলাদেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য নিয়ে যায় তুরস্ক। নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর দিন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজামীর ফাঁসি দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিও প্রকাশ করে। নিজামীর ফাঁসির নিন্দা জানালেও বিবৃতিতে বলা হয়েছিলো, তুরস্ক অব্যাহতভাবে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকবে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |