|
তুরস্কের তিন কূটনীতিক ঢাকা ছেড়েছেনশীর্ষরিপো্র্ট ডটকম । ১২ আগস্ট ২০১৬ গত মাসে তুরস্কে যে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে গেছে তার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তুরস্কের তিন কূটনীতিক ঢাকা ছেড়েছেন। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ঢাকা ছাড়া তিন কূটনীতিকের দু'জন গেছেন নিউইয়র্কে ও একজন মস্কোতে। গতমাসের শেষ দিকে তারা ঢাকা ছেড়েছেন। তাদের অবশ্য দেশে ফিরতে বলা হয়েছিল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল বলা হয়েছে, অভ্যুত্থানের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সারা বিশ্বে দুই রাষ্ট্রদূতসহ তুরস্কের প্রায় ৩শ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশে কর্মরত দুজন নিউইয়র্কে এবং অন্যজন জাপান হয়ে মস্কো চলে গেছেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |