|
তাসকিনের বোলিং পরীক্ষা সম্পন্নশীর্ষরিপো্র্ট ডটকম। ১৫ মার্চ ২০১৬ তাসকিন আহমেদ। বাংলাদেশী পেস বোলার। নিজের ফেসবুক পাতায় আজ মঙ্গলবার একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে তার সারা শরীরে ছোট ছোট যন্ত্রপাতি লাগানো। কাঁধে, বাহুতে, হাতে ও কব্জিতে সাঁটা এসব যন্ত্রপাতি দেখে মনে হতে পারে এটা কোনো হাসপাতালের ছবি। যেনো তাসকিনের স্বাস্থ্য পরীক্ষা চলছে। কিন্তু খেয়াল করে দেখলে চোখে পড়বে তাসকিন আহমেদের ঠোটে এক টুকরো হাসি ঝুলছে। আর তাসকিন যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ইনডোর মাঠ, তাতে কৃত্রিম সবুজ পিচ আর প্র্যাকটিস নেট। তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সম্প্রতি যে প্রশ্ন উঠেছে সেটার পরীক্ষা হয়েছে সেখানে, পরীক্ষা হয়েছে আজই। হয়েছে ভারতের চেন্নাই শহরে। পরীক্ষার পরেই ফেসবুক পাতায় এই ছবিটি পোস্ট করেছেন তাসকিন আহমেদ। তিনি লিখেছেন, “পরীক্ষা শেষ হলো। আর কয়েকদিন পর ফলাফল জানা যাবে। ইনশাল্লাহ আমি ঠিক থাকবো। আপনারা আমার জন্যে দোয়া করবেন।” আগামীকাল বুধবার কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের সাথে ম্যাচের একদিন আগে এই পরীক্ষা সম্পন্ন হলো। সাংবাদিকরা জানাচ্ছেন, আগামীকাল এই পেসার মাঠে নামবেন বলেই তারা জানেন। তাসকিন আহমেদ ছাড়াও আরো একজন বাংলাদেশি ক্রিকেটার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছে। আরাফাত সানির পরীক্ষা হয়ে গেছে গত সপ্তাহে। তার পরীক্ষার ফলাফলও এখনও জানানো হয়নি। বাংলাদেশ দলের কর্মকর্তা ও ক্রিকেটাররা আশা করছেন, এই দু'জন ক্রিকেটারই তাদের পরীক্ষায় উত্তীর্ণ হবেন। - বিবিসি |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |