তামিম ১০ হাজার রানের মাইলফলকের সামনে


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৫  ডিসেম্বর  ২০১৬

তামিম ১০ হাজার রানের মাইলফলকের সামনে

তামিম ১০ হাজার রানের মাইলফলকের সামনে



ব্যাটিংয়ে দেশের পক্ষে সবগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন তামিম। গড়ছেন প্রথম বাংলাদেশি হিসেবে নানা কীর্তি। এমনই আরেক কীর্তির হাতছানি তার সামনে। আর মাত্র ৪৫০ রান যোগ করতে পারলেই দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন টাইগারদের বাঁহাতি এই ওপেনার।

বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটে তামিমের রান সংখ্যা ৯ হাজার ৫১০। এর মধ্যে টেস্টে ৩ হাজার ৩৪৯ রান,ওয়ানডেতে ৫ হাজার ৭ রান আর টি-টোয়েন্টিতেও ১ হাজার ১৫৪ রান রয়েছে নামের পাশে। পাশাপাশি ক্রিকেটের তিন ফরম্যাটে রয়েছে ১৬টি সেঞ্চুরির রেকর্ড। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করার সৌভাগ্য রয়েছে তার।

আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দিপাক্ষিক সিরিজ।সেখানে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট। তামিমের চাওয়া থাকবে এই সিরিজেই তিনি যেন তার ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেন এবং দেশের ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করার গৌরব অর্জন করতে পারেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft