তামিম-জিয়াকে ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা


শীর্ষরিপো্র্ট ডটকম।২ আগস্ট ২০১৬

তামিম-জিয়াকে ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

তামিম-জিয়াকে ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা



গুলশান ও শোলাকিয়া হামলার মূল পরিকল্পনাকারী জেএমবি নেতা তামিম চৌধুরী ও জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মেজর (বরখাস্ত) জিয়াকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ ঘোষণা দেন।

আইজিপি বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার মূল পরিকল্পনাকারী ও উদ্বুদ্ধকারী বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী এবং সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত মেজর জিয়া। হামলার সময় তামিম চৌধুরী দেশে ছিল বলেও জানান তিনি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft