তথ্যমন্ত্রী তিনদিনের সফরে দিল্লী গেছেন


 

শীর্ষরিপো্র্ট ডটকম । ১জুন  ২০১৭

তথ্যমন্ত্রী তিনদিনের সফরে দিল্লী গেছেন

তথ্যমন্ত্রী তিনদিনের সফরে দিল্লী গেছেন



তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিন দিনের এক সফরে আজ দিল্লি পৌঁচেছেন। বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিষ্টার ফরিদ হোসেন বাসস'কে জানিয়েছেন, আগামী ৩মে সন্ধ্যায় তিনি লালন সঙ্গীতের হিন্দি অনুবাদ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জ্জী।

অনুষ্ঠানে প্রখ্যাত লালন সঙ্গীত সাধক ফরিদা পারভীন কতিপয় নির্বাচিত লালন সঙ্গীত পরিবেশন করবেন।

ভারতের সাবেক পররাষ্ট সচিব এবং বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত প্রফেসর মুচকুন্দ দূবে লালনের কিছু নির্বাচিত গান হিন্দিতে অনুবাদ করেছেন। এসব গান নিয়েই রচিত পুস্তক এবং নির্মিত ডিভিডি-এর উদ্বোধন করা হবে ৩মে।

হাসানুল হক ইনু আগামীকাল ফরিদা পারভীনের একক পরিবেশিত লালন সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত থাকবেন। দিল্লীস্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে এই সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হবে। তথ্যমন্ত্রী আগামী ৪মে ঢাকার উদ্দেশ্যে দিল্লী ত্যাগ করবেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft