|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটশীর্ষরিপো্র্ট ডটকম । ৯ অক্টোবর ২০১৬ মেঘনা সেতুতে একটি কাভার্ডভ্যান বিকল হওয়ায় শুক্রবার ভোররাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে সোনারগাঁও উপজেলার কাঁচপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের ফলে যাত্রীবাহী শত শত বাস, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যান ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে মহাসড়কের মেঘনা সেতুর ওপর একটি অতিরিক্ত মালবোঝাই কাভার্ডভ্যান বিকল হয়ে গেলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৩টায় গজারিয়া হাইওয়ে পুলিশের র্যাকার দিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকল হওয়া গাড়িটিকে উদ্ধার করা হয়। ভোর ৫টার দিকে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়। মহাসড়ক দুই ঘণ্টা বন্ধ থাকায় অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বলেন, হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |