|
ঢাকা কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষশীর্ষরিপো্র্ট ডটকম । ২২ জানুয়ারি ২০১৭ ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল ও মামুন নামে দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এনামুল হক নামে এক ব্যবসায়ী জানান, সন্ধ্যার পর আমরা বেশ কয়েকটি গুলির শব্দ পাই। এ ঘটনার পর ঢাকা কলেজের ভেতর বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে নিউমার্কেট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে এসআই জাহাঙ্গীর জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা কলেজের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনই বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ঢামেকে আসা আহতদের মধ্যে রাসেলের মাথায় আঘাত লেগেছে। মাথা ফেটে গেছে। মামুনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী দাবি করেন, হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম রাজু ও যুগ্ম আহ্বায়ক রাসেল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |