|
ডিম্বাশয়ের ক্যানসারে ভুগছেন না তো? জেনে নিন প্রাথমিক লক্ষণশীর্ষরিপো্র্ট ডটকম। ৩ এপ্রিল ২০১৬্ ডিম্বাশয়ের ক্যানসার। অনেক মহিলাই এখন ভুগছেন এই সমস্যায়। ভুগছেন আতঙ্কেও। জেনে নিন ডিম্বাশয়ের ক্যানসারের কিছু প্রাথমিক লক্ষণ। এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই সাবধান হন, পরীক্ষা করিয়ে নিন। কোমরের হাড়ে ব্যথা: যদি ক্রমাগত কোমরের হাড়ে ব্যথা হতে থাকে পেনকিলারেও না কমে তাহলে সাবধান হন। পিঠের নীচের দিকে ব্যথা: পিঠের নীচের অংশে ব্যথা শুরু হয়ে ক্রমশ পেলভিক অংশের দিকে যেতে থাকে তাহলে পরীক্ষা করান। কোষ্ঠকাঠিন্য: হঠাত্ যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় বা এই ধরনের কোনও রকম সমস্যা তাহলে ডিম্বাশয় পরীক্ষা অবশ্যই করাবেন। ঘন ঘন প্রস্রাব: যদি মাঝে মাঝেই মনে হয় প্রস্রাব পাচ্ছে, বার বার ছুটে যেতে হয় টয়লেটে তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। খিদে কমে যাওয়া: খিদে না পাওয়া বা একটু খেলেই পেটে যাওয়ার মত লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাতে হবে। ক্লান্তি: কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি অনেক গুরুতর সমস্যার ইঙ্গিত বহন করে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |