ডিএসসিসি নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি


শীর্ষরিপো্র্ট ডটকম ৮ নভেম্বর  ২০১৬

ডিএসসিসি নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি

ডিএসসিসি নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি



বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) অবহিত করে একটি চিঠি দেয় দলটি।কিন্তু ডিএসসিসি সমাবেশের অনুমতি দেয়নি।

সোমবার বিএনপিকে দেওয়া চিঠিতে ডিএসসিসির  মেয়র সাঈদ খোকন বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাজধানীর সড়কে সভা-সমাবেশ করা নিষিদ্ধ।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় রাইজিংবিডিকে বলেন, বিএনপির চিঠির উত্তর দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি  বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) অনুমতি ছাড়া রাজধানীর সড়কে সভা-সমাবেশ করা যাবে না। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

এদিকে, বিএনপির পক্ষ থেকে  ইতিমধ্যে জানানো হয়েছে, অনুমতি না পেলেও দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করা হবে।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft