|
ডিএসইতে পিই রেশিও বেড়েছেশীর্ষরিপো্র্ট ডটকম। ২৩ জুলাই ২০১৬ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)। বর্তমানে ডিএসই'র পিই রেশিও ১৪ দশমিক ৮৯ পয়েন্ট। যা আগের সপ্তাহের শুরুতে ছিল ১৪ দশমিক ৮২ পয়েন্ট। সে হিসেবে সপ্তাহিক ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে দশমিক শূন্য সাত ৭ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ। বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ছয় কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে তিন দিন দর দরপতন হলেও বাকি তিন দিন বেড়েছে। এ সময় সব ধরনের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজার ইতিবাচক থাকায় পিই রেশিও বেড়ে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন বিশ্লেষকরা। সপ্তাহ শেষে খাত ভিত্তিক পিই রেশিও বিশ্লেষণে দেখা, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৫ দশমিক ২ পয়েন্টে, সিরামিক খাতের ২০ দশমিক ২ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬ দশমিক ৪ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩৩ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৫ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩০ দশমিক ৭ পয়েন্টে। এছাড়া পাট খাতের মাইনাস ২২ দশমিক ৫ পয়েন্টে, কাগজ খাতের ২৪ দশমিক ৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২৪ দশমিক ৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২০ দশমিক ৭ পয়েন্টে, চামড়া খাতের ২৩ দশমিক ৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৮ দশমিক ৯ পয়েন্টে, বস্ত্র খাতের ১২ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতের ১৯ দশমিক ২ পয়েন্টে অবস্থান করছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |