|
ডিএমপি সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করলোশীর্ষরিপো্র্ট ডটকম । ১০ জানুয়ারি ২০১৭ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেডকোয়ার্টার্সের ২০১৬ সালের ডিসেম্বর মাসের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন । ডিএমপি মিডিয়া সূত্রে পুরস্কারপ্রাপ্তদের নাম ও বিভাগ পাওয়া গেছে। ডিসেম্বর মাসে মহানগরীর শ্রেষ্ঠ পুলিশ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যারা পুরস্কার পেয়েছেন তারা হচ্ছেন শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার কানিজ ফাতেমা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ওসি-শাহবাগ) আবু বকর সিদ্দিক, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত কোতোয়ালী) পারভেজ ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম, কদমতলী থানা, শ্রেষ্ঠ এসআই (যৌথভাবে) জহিরুল ইসলাম, ডেমরা থানা ও মীর মো. মাজহারুল ইসলাম, শ্যামপুর থানা, শ্রেষ্ঠ এএসআই (যৌথভাবে) আনিসুজ্জামান, বাড্ডা থানা, ও হেলাল উদ্দিন, মতিঝিল থানা। শ্রেষ্ঠ কনস্টেবল/২৩৫০ মো. এনায়েত হোসেন, বাড্ডা থানা। শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার (যৌথভাবে) এসআই কৃষ্ণ দাস বৈরাগী, শ্যামপুর থানা ও এসআই মো. রফিকুল ইসলাম, কাফরুল থানা, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার, পুলিশ পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম, কোতোয়ালী থানা; শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার (যৌথভাবে) এসআই জহিরুল ইসলাম, ডেমরা থান ও মীর মো. মাজহারুল ইসলাম, শ্যামপুর থানা; শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই দেবরাজ চক্রবর্তী, শাহবাগ থানা; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই আনিসুজ্জামান, বাড্ডা থানা। গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ- ডিবি দক্ষিণ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ডেমরা জোনাল টিমের মাঈনুল ইসলাম, সিনি. সহকারী পুলিশ কমিশনার, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম নিশাত রহমান মিথুন, সিনি. সহকারী পুলিশ কমিশনার, ডিবি-উত্তর, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম স্নিগ্ধ আখতার, সিনি. সহকারী পুলিশ কমিশনার, ডিবি-পূর্ব বিভাগ, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম ডেমরা জোনাল টিমের মাঈনুল ইসলাম, সিনি. সহকারী পুলিশ কমিশনার, অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম যৌথভাবে গাড়ি চুরি ও উদ্ধার প্রতিরোধ টিমের মো. রফিকুল আলম, সহকারী পুলিশ কমিশনার, ডিবি-দক্ষিণ বিভাগ ও মোহাম্মদপুর জোনাল টিমের সিনি. সহকারী পুলিশ কমিশনার মোছা. লুবনা মোস্তফা। ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ-ট্রাফিক- পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার- মো. জাহাঙ্গীর আলম, রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর- সারোয়ার জাহান, রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ সার্জেন্ট টিএসআই মো. হেলাল উদ্দিন, রামপুরা ট্রাফিক জোন। বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- বেস্ট ডিভিশন অব দ্য মানথ (স্পেশাল অ্যাকশন গ্রুপ), অপারেশনস বিভাগ, উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ), উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ), নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিস্টেম এ্যানালিস্ট, ডিএমপি, ঢাকা। এছাড়াও বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হলেন- জঙ্গি গ্রেফতারে যায়েদ শাহরিয়ার, অতি. উপ-পুলিশ কমিশনার (সিটি),আসামি গ্রেফতারে আতিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, (সিটি টিম-৩/বি), আসামি গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, অফিসার্স ইনচার্জ কলাবাগান থানা, মামলার রহস্য উদঘাটনে পুলিশ পরিদর্শক (নি.) মো. আব্দুছ ছোবাহান, ডিবি-উত্তর, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে পুলিশ পরিদর্শক (অপারেনস) মো. কামরুল হোসাইন, লালবাগ থানা, মামলার রহস্য উদঘাটনে এসআই মো. মেহেদী হাসান, মোহাম্মদপুর থানা, এসআই বিএম মামুন, বাড্ডা থানা ও এসআই আশীষ কুমার দেব, যাত্রাবাড়ি থানা, আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে যৌথভাবে এসআই আবু সাঈদ, বিমানবন্দর থানা ও এসআই শাহ আলম, ওয়ারী থানা, ভিকটিম উদ্ধারে সার্জেন্ট মো. শহীদুল ইসলাম, ট্রাফিক পূর্ব, ছিনতাইকারী গ্রেফতারে সার্জেন্ট মেহেদী হাসান ও শিক্ষানবিশ সার্জেন্ট রমজান ট্রাফিক পূর্ব, মাদক উদ্ধারে সার্জেন্ট শফিকুজ্জামান চৌধুরী, ট্রাফিক পূর্ব। এছাড়া উঠান বৈঠকে অংশগ্রহণকারী অফিসারদের মধ্যে এবিএম জাকির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোন, মো. আবু বকর মিয়া, অফিসার ইনচার্জ, উত্তরা পূর্ব থানা, মো. শফিকুল ইসলাম মোল্লা, অফিসার ইনচার্জ, শাহজাহানপুর থানা, কাজী মাইনুল ইসলাম, অফিসার ইনচার্জ, খিলগাঁও থানাকে পুরস্কৃত করা হয়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |