ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতা নিহত


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  অক্টোবর  ২০১৬

ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতা নিহত

ট্রেনে কাটা পড়ে ছাত্রলীগ নেতা নিহত



প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়ে ফেরার পথে চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।

নিহত ছাত্রলীগ নেতা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইসমাইল রিয়াদ (২৭) বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খিলক্ষেতে চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ইসমাঈল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ঢাকার দিকে আসছিলো।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft