ট্যাম্পাকো কারখানা থেকে আরো ২ লাশ উদ্ধার


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৬  সেপ্টেম্বর ২০১৬

 

ট্যাম্পাকো কারখানা থেকে আরো ২ লাশ উদ্ধার

ট্যাম্পাকো কারখানা থেকে আরো ২ লাশ উদ্ধার



টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানা থেকে আরো দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গলিত মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি নারী না পুরুষের, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এই নিয়ে ট্যাম্পাকো দুর্ঘটনায় ৩৮টি মৃতদেহ উদ্ধার করা হলো। এর মধ্যে ২৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। অজ্ঞাত হিসেবে মর্গে আছে ৯টি লাশ। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft