টিউলিপকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১১  অক্টোবর  ২০১৬

টিউলিপকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টিউলিপকে প্রধানমন্ত্রীর অভিনন্দন



যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় সদস্য মনোনীত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সোমবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের সাফল্য কামনা করেন।

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

টিউলিপ ছায়া শিক্ষামন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের চার সদস্যের টিমে ‘শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ারস এডুকেশন' হিসেবে যোগদান করবেন।

আজ টিউলিপ টুইট করেন, ‘অ্যাঞ্জেলা রেনারের শ্যাডো এডুকেশন টিমের যোগ দিয়ে আনন্দিত- আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে সরকারের দায়িত্বশীলতা নিশ্চিত করবো।'

উল্লেখ্য, জেরেমি করবিন লেবার পার্টির নেতা পুনঃনির্বাচিত হওয়ার পর টিউলিপ ছায়া মন্ত্রিসভায় নিয়োগ পেলেন।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft