টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, শুরুতেই সৌম্যর বিদায়


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫   সেপ্টেম্বর ২০১৬

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, শুরুতেই সৌম্যর বিদায়

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, শুরুতেই সৌম্যর বিদায়



আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে প্রায় ছয় মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নিয়েছে ওপেনার সৌম্য সরকার। দলীয় ১ রানে ব্যক্তিগত ০ রান করেই সাজঘরে ফেরেন এই ওপেনার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০ রান। তামিম ৯ আর ইমরুল ০ রান নিয়ে ব্যাট করছে।

সিরিজের প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। তাই এ ম্যাচ নিয়েও দারুণ সতর্ক টাইগাররা। কোন রকম পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছে না তারা। প্রথম ম্যাচ থেকেই সেরা একাদশ নিয়ে মাঠে নামছে তারা।

এর আগে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে বাংলাদেশ। গত মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল মাশরাফিরা। কিন্তু ঘরের মাঠে মাশরাফির দল ওয়ানডে খেলে গত বছর নভেম্বরে। এরপর জিম্বাবুয়ে ও এশিয়া কাপে টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাও সেই ফেব্রুয়ারিতে।

সিরিজের প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। তাই এ ম্যাচ নিয়েও দারুণ সতর্ক টাইগাররা। কোনো রকম পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছে না তারা। প্রথম ম্যাচ থেকেই সেরা একাদশ নিয়ে মাঠে নামছে তারা।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন তাসকিন।

আফগানিস্তান দল

আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft