ঝাঁঝ কমছে কাঁচা মরিচের


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৭   সেপ্টেম্বর   ২০১৬

ঝাঁঝ কমছে কাঁচা মরিচের

ঝাঁঝ কমছে কাঁচা মরিচের



কোরবানির ঈদের আগে বেড়ে যাওয়া কাঁচা মরিচের ঝাঁঝ কমছে। এরই মধ্যে কেজিতে ১০০ টাকা দাম কমেছে।

শনিবার রাজধানীর খুচরা বাজারে সরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।

বিক্রেতারা জানান, ঈদের আগে রাজধানীর বাইরে থেকে ট্রাক প্রবেশ করতে না পারায় খোলাবাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

তবে ঈদের পর রাজধানীতে ট্রাক প্রবেশ করায় কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে বলে জানান বিক্রেতারা।

শনিবার সকালে রাজধানীর মালিবাগ বাজার, বাসাবো বাজার ও পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে,  কেজিপ্রতি সর্বনিম্ন ১৪০ টাকা থেকে ক্ষেত্রভেদে ১৬০ টাকায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, সকালে তারা পাল্লা (৫ কেজি) সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে কিনেছেন। কিন্তু গতকাল শুক্রবার প্রতি পাল্লা মরিচ কিনেছিলেন একা হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।

মরিচের দাম বাড়ার পেছনে ঈদের আগে রাজধানিীতে ট্রাক প্রবেশ না করাকে কারণ হিসেবে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

মালিবাগ কাঁচা বাজারের এক ক্রেতা জানান, ঈদের কয়েক দিন আগে থেকেই কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা হয়ে যায়।

কোরবানিতে কাঁচা মরিচের চাহিদা বেশি থাকায় বিক্রেতারা দাম বাড়িয়ে দেন বলে অভিযোগ একাধিক ক্রেতার।

পাইকারি বাজার থেকে জানা গেছে, মরিচের দাম কয়েকদিনের মধ্যে আরো সহনীয় পর্যায়ে আসতে পারে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft