জোবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


শীর্ষরিপো্র্ট ডটকম । ১ মার্চ  ২০১৭

জোবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জোবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক



প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জোবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোবায়দুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

জোবায়দুল হক আজ বুধবার সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

অপর পৃথক এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জোবায়দুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft