জেলা পরিষদ ভোটের গেজেট প্রকাশ শুরু


শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৫   জানুয়ারি  ২০১৭

জেলা পরিষদ ভোটের গেজেট প্রকাশ শুরু

জেলা পরিষদ ভোটের গেজেট প্রকাশ শুরু



সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচনে জয়ীদের নামে গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার চাঁদপুর জেলার নির্বাচিতদের গেজেটের কপি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছেন ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান।

এ নির্বাচনে চেয়ারম্যাান পদে ক্ষমতাসীন দল মনোনীত ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। ভোটের দিন আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহীরা জেতেন ৩৮ জেলায়। দু'টি জেলায় চেয়ারম্যান ভোট আদালতের আদেশে স্থগিত হয়।

তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় ২৮ ডিসেম্বর জেলা পরিষদে প্রথম ভোট অনুষ্ঠিত হয়। নির্দলীয় নির্বাচন হলেও আওয়ামী লীগ ও সমমনা দলের প্রার্থীরা এতে অংশ নেয়। বিএনপি ও জাতীয় পার্টি জেলা ভোটের কঠোর সমালোচনা করে অংশ নেয়নি।

প্রতি জেলায় একজন চেয়ারম্যাোন, ১৫ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান বলেন, ভোটের এক সপ্তাহের মাথায় চাঁদুপর জেলার তিন পদে নির্বাচিতদের মাধ্যমে গেজেট প্রকাশ শুরু হল। পর্যায়ক্রমে বাকি জেলার গেজেটও হবে। স্থানীয় সরকার বিভাগ নির্বাচিতদের শপথ আয়োজনে ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান, নির্বাচিতদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft