জেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে : আওয়ামী লীগ


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৮ ডিসেম্বর  ২০১৬

জেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে : আওয়ামী লীগ

জেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে : আওয়ামী লীগ



দেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বুধবার দুপুরে দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের চর্চা অব্যহত থাকবে। বিএনপি কখন কি বলে তার কোনো ঠিক নেই। তাদের (বিএনপি) কাছে গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। মানুষ পুড়িয়ে হত্যা করা। দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাঈলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোওয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২১ জন চেয়ারম্যান। সংসদের বাইরে থাকা বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft