|
জেএসসি-জেডিসিতে অনুপস্থিত ৫৯৬৮৭, বহিষ্কার ১৪শীর্ষরিপো্র্ট ডটকম । ২ নভেম্বর ২০১৬ ![]() জেএসসি-জেডিসিতে অনুপস্থিত ৫৯৬৮৭, বহিষ্কার ১৪ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৬৮৭ শিক্ষার্থী।বহিষ্কার করা হয়েছে ১৪ জনকে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ঢাকা বোর্ডের ৪৬৭ কেন্দ্রে ১২ হাজার ৫৬০ জন। চট্টগ্রামের ২১১ কেন্দ্রে ২ হাজার ৭০৫ জন, রাজশাহীতে ২৩৩ কেন্দ্রে ৪ হাজার ৮৩৮ জন, বরিশালের ১৬২ কেন্দ্রে ৩ হাজার ২৮৮ জন, সিলেটের ১২৪ কেন্দ্রে ২ হাজার ৬৫০ জন, দিনাজপুরে ২৪৫ কেন্দ্রে ৩ হাজার ৬২৫ জন, কুমিল্লায় ২৯৪ কেন্দ্রে ৬ হাজার ৪১০ জন, যশোরে ২৫৩ কেন্দ্রে ৪ হাজার ৮৪৮ জন, মাদরাসা বোর্ডের অধীন ৭৩২ কেন্দ্রে ১৮ হাজার ৭৬৫ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৪ জনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে বরিশাল বোর্ডে ২ জন, কুমিল্লায় ১ জন, মাদরাসা বোর্ডে ১১ জন। |
| উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |