জিম্মিদের মধ্যে ৭ জন ইতালীয় নাগরিক


শীর্ষরিপো্র্ট ডটকম। ২  জুলাই  ২০১৬

জিম্মিদের মধ্যে ৭ জন ইতালীয় নাগরিক

জিম্মিদের মধ্যে ৭ জন ইতালীয় নাগরিক



গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হাতে জিম্মিদের মধ্যে ৭ জন ইতালীয় নাগরিক রয়েছেন।

ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ম্যারিও পালমার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রেস্তোরাঁয় জিম্মি অবস্থা থেকে এক ইতালীয় নাগরিক পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনিই পরে গণমাধ্যমকে জানান, সেখানে আরও ৭ ইতালি নাগরিক জিম্মি হয়ে আছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেখানে জিম্মি করা হয় দেশী-বিদেশী প্রায় ২৫ থেকে ৩০ জন নাগরিককে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft