জনসভা সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ


শীর্ষরিপো্র্ট ডটকম । ৭   জানুয়ারি  ২০১৭

জনসভা সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ

জনসভা সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

আজ শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেট ও আশে-পাশের এলাকায় প্রচারপত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন।

এ সময়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।বাসস
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft