|
জনগণ ঐক্যবদ্ধ হলে জঙ্গির ‘জ’ থাকবে না: জনপ্রশাসনমন্ত্রী
শনিবার বিকেলে শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দেশের বিভিন্নস্থানে সাম্প্রতিক সন্ত্রাসী ও জঙ্গি হামলার প্রতিবাদে এ সমাবেশ করা হয়। সৈয়দ আশরাফ বলেন, আমরা চাই না বাংলাদেশে জঙ্গিবাদী হোক, দুই একটা জঙ্গির ঘটনা ঘটছে। হয়তো এরকম দু-চারটা ঘটনা ঘটতে পারে। এ ঘটনার কারণে বাংলাদেশ সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে সেটা কিন্তু সঠিক না। আমরা যদি ঐক্যবদ্ধ হই। তাহলে বাংলাদেশে জঙ্গি তো দূরের কথা ‘জ' শব্দটিও থাকবে না। তিনি বলেন, দুএকটি ঘটনা ঘটলে শহীদ মিনারে বিশাল জনসভা করার প্রয়োজন নেই। তাদের নেই কোন আত্মশক্তি তারা কাপুরুষ, ভীতু। যারা রাতের অন্ধকারে নিরহ মানুষকে হত্যা করে তারা কাপুরুষ। এ কাপুরুষের দল কোনোভাবেই কোন সংগ্রামে জয়লাভ করতে পারে না এবং পারবেও না। হয়তো কিছু মায়ের বুক এবং পিতার কোল খালি হতে পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আজ যে উৎসাহ নিয়ে এমন একটি সমাবেশে এসেছি সেই জঙ্গিবাদ বিরোধী উৎসাহ বজায় রাখবো। একটি সুষ্ঠু বর্তমান পরিস্থিতি আমি ব্যাখ্যা করবো এবং তা থেকে উত্তরণের উপায়ও আমি আপনাদের জানাবো। তিনি বলেন, রেস্টুরেন্টে গিয়ে নিরহ দেশি-বিদেশি নাগরিক কুপিয়ে ও গুলি করে হত্যা করলেই জিহাদ প্রতিষ্ঠা হবে না। এখানে জঙ্গিও মারা গেলেও এবং যারা খেতে আসলো তারাও মারা গেল, এতে লাভটা কার হলো। কয়েকজন বিদেশিকে হত্যা করলেই ইসলাম সারাবিশ্বে কায়েম হবে? নিরহ মুসলামদের হত্যা করলেই ইসলাম ধর্ম শক্তিশালী হবে না। এটি আলোচনা করতে হবে। যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খাঁন নিখিলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, যুবনেতা শহীদ সেরনাবিয়াত প্রমুখ। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |