|
জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবেঃ ওবায়দুল কাদেরশীর্ষরিপো্র্ট ডটকম । ১৬ ডিসেম্বর ২০১৬ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের । শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২-এ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। । তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে রুখে দিতে অশুভ শক্তি কাজ করছেন, তার বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার এবং বিচারের রায় কার্যকর করার বিষয়ে সরকার এবং আওয়ামী লীগ কাজ করছেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |