|
জঙ্গিদের অর্থদাতাদের ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীশীর্ষরিপো্র্ট ডটকম । ২১ অক্টোবর ২০১৬ জঙ্গিদের অর্থ যোগানদাতাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘জঙ্গিদের অর্থ যোগানদাতাদের ধরা হবে। তাদের ব্যাপারে ইতোমধ্যে গোয়েন্দারা তথ্য পেয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।' রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার ডিজিটাল মেলার (ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬) এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার শেষে মন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিদের কারা অর্থ দিয়েছে, তাদের তথ্য পাওয়া গেছে। এদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারে গোয়েন্দারা কাজ করছে। জঙ্গিবাদে অনেক অর্থ ব্যয় করা হয়েছে।' এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারাদেশ থেকে দলীয় নেতা-কর্মীরা উৎসবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেবেন। এ কারণে এখানে নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত রয়েছে। নিরাপত্তায় দলীয় নেতা-কর্মীরাও থাকবেন। ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |