ছাত্রলীগ হলো জাতীয় নেতৃত্ব সৃষ্টির প্রতিষ্ঠান:সৈয়দ আশরাফ


শীর্ষরিপো্র্ট ডটকম । ৭   জানুয়ারি  ২০১৭

ছাত্রলীগ হলো জাতীয় নেতৃত্ব সৃষ্টির প্রতিষ্ঠান:সৈয়দ আশরাফ

ছাত্রলীগ হলো জাতীয় নেতৃত্ব সৃষ্টির প্রতিষ্ঠান:সৈয়দ আশরাফ



‘বাংলাদেশ ছাত্রলীগ শুধু একটি সংগঠন নয়, ছাত্রলীগ একটি ইনস্টিটিউট। ছাত্রলীগ হলো জাতীয় নেতৃত্ব সৃষ্টির প্রতিষ্ঠান। আগামী দিনের কাণ্ডারী হিসেবে ছাত্রলীগ নেতৃবৃন্দকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে।' বলেছেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ার সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ।

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শনিবার বিকালে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু প্রমুখ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft