|
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত, সাধারণ সম্পাদক লালনশীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ সেপ্টেম্বর ২০১৬ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী এনায়েতকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ায় তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্রে অবস্থান করা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |