চোখে অঞ্জনি হলে করনীয়


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৬   অক্টোবর  ২০১৬

চোখে অঞ্জনি হলে করনীয়

চোখে অঞ্জনি হলে করনীয়



চোখের পাপড়ি যেখান থেকে বের হয়, সেই রেখা ঘেঁষে যে লাল ছোট্ট দানা বা পুঁটলি মাঝে মধ্যে তৈরি হয়, তাকে চলতি কথায় অঞ্জনি বলে। চোখের পানি তৈরি করে যে গ্রন্থি তার মুখ বন্ধ হয়ে ভেতরে ময়লা জমা হয় এবং প্রদাহ বা সংক্রমণ থেকে এই সমস্যার সৃষ্টি হয়। কখনো অন্যান্য গ্রন্থিও আক্রান্ত হতে পারে। এই দানাটা লাল হয়ে ফুলে যায় ও ব্যথা করে। অঞ্জনির সাথে চোখের পাপড়ির প্রদাহ থাকতে পারে।

ব্যথা কমাতে এক টুকরো তুলা বা কাপড়ের টুকরো গরম পানিতে ভিজিয়ে দিনে অন্তত চারবার সেঁক দিতে পারেন। বরিক পাউডারের সেঁক দেয়া যেতে পারে, এটি অনেক সময় জীবাণু দূর করতে সাহায্য করে। অঞ্জনি অনেকের বারবার হয়, সে েেত্র গ্রন্থির মুখে কোনো সমস্যা বা দীর্ঘ দিনের পাপড়ির প্রদাহ, পাপড়িতে খুশকি আছে কি না দেখে নিতে হবে। বেশির ভাগ েেত্র অঞ্জনি এক সপ্তাহের মধ্যে সেরে যায় ও ভেতরের ময়লা বের হয়ে আসে। ইন্টারনেট।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft