|
চীনা তরুণীর চার কিডনি!শীর্ষরিপো্র্ট ডটকম। ৩ জুন ২০১৬ কোমড়ের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চীনের ১৭ বছর বয়সী এক তরুণী। পরে চিকিৎসকরা শরীর পরীক্ষা করে জানান, তিনি বিরল রোগে আক্রান্ত হয়েছেন। তরুণীর চারটি কিডনি রয়েছে। বৃহস্পতিবার ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াওলিন নামের ওই তরুণী ছোটবেলা থেকে মোটা ছিলেন। কোমড়ের ব্যথার চিকিৎসার জন্য হাসপাতালে যান তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি বলছে, আলট্রা সনোগ্রাম প্রতিবেদনে দেখা যায় জিয়াওলিনের চারটি কিডনি রয়েছে। চিকিৎসক জানান, ‘রেনাল ডুপ্লেক্স মনস্ট্রসিটি রোগে আক্রান্ত হয়েছেন জিয়াওলিন। দেড় হাজার জনের মধ্যে একজন এই রোগে মারা যান। এদের মধ্যে অধিকাংশই জানেন না; তারা বিরল এই রোগে আক্রান্ত'। নিয়মিত সচল থাকা কিডনির সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও ওই অতিরিক্ত কিডনি কোনো কাজ করে না; অতিরিক্ত দুটি কিডনির একটি অপসারণ করা হলেও চিকিৎসক বলছে, অপর কিডনি সহজে অপসারণ করা যাবে না। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |