চিকেন বাইটস রেসিপি


শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৫   জানুয়ারি  ২০১৭

চিকেন বাইটস

চিকেন বাইটস



কে.এফ.সি, ম্যাগডোনাল্ডস সহ দেশের প্রায় সব নামকরা ফাস্টফুড শপে এই খাবারটি পাওয়া যায়।  স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতেই তৈরি করে খেতে পারেন। আসুন জেনে নিই কিভাবে।

প্রয়োজনীয় উপকরণ:

মুরগির মাংস সিদ্ধ ১ কাপ (হাড়বিহীন ও ছোট ছোট টুকরা করে কাটা)

মুরগির ডিম ২টি

সয়া সস ১ টেবিল চামচ

চিলি সস হাফ কাপ

পেঁয়াজের রস ১ টেবিল চামচ

আদার রস ১ চা চামচ

এবারুট ১ টেবিল চামচ

লবণ পরিমাণমতো

গোলমরিচ গুড়ো ১ চা চামচ

প্রস্তুত প্রণালী:

প্রথমে সিদ্ধ করা মুরগির মাংসের সাথে সয়া সস, লবণ, গোলমরিচ, আদা-রসুনের রস মাখিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে।

এরপর ডিম এবারুট, লবণ ও গোলমরিচ এর সংমিশ্রণে একটি মিশ্রণ তৈরি করতে হবে।

এবার মুরগির টুকরোগুলো এক এক করে মিশ্রণের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। ভাজা হলে সেগুলো তেল ঝরিয়ে তাতে টুথ-পিক গেথে দিতে পারেন।

সবশেষে চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft