চাঁদ আজ সবুজ হয়ে যাচ্ছে!


শীর্ষরিপো্র্ট ডটকম। ২০ এপ্রিল  ২০১৬

চাঁদ আজ সবুজ হয়ে যাচ্ছে!


চাঁদ আজ সবুজ হয়ে যাচ্ছে!



আজ ২০ এপ্রিল কিংবা ২৯ মে পৃথিবীর আকাশে চাঁদ উঠবে সবুজ রঙে সেজে। পৃথিবীর অধিবাসীরা স্বাক্ষী হবে এক বিরল ঘটনার। ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই খবর। এই বিরল দৃশ্য মিস না করতে অনেকে প্রস্তুতিও নিয়েছেন।

মহাকাশ বিজ্ঞানীদের বরাত দিয়ে বলা হয়, ‘একটা সময় পর পর সৌরজগতের গ্রহ, গ্রহানুসহ সকল বস্তুর কক্ষপথের এলাইনমেন্ট পরিবর্তিত হয় ভবিষ্যতের জন্য। এই প্রতিক্রিয়ার ফলে মহাকাশের পদার্থগুলোর মধ্যে বিক্রিয়ায় মহাকাশে অদ্ভুত অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। সে রকমইই একটি ঘটনা চাঁদের রঙ সবুজ হয়ে যাওয়া'। মহাকাশবিজ্ঞানীরা এই ঘটনার নামদিয়েছেন ‘গ্রিন মুন ইন্সিডেন্ট'।

৪২০ বছর পর পর এই ঘটনার পুনরাবৃত্তি হয় বলে প্রকাশ করা হয়।

তবে মূলধারার মিডিয়ায় এ খবর অস্বীকার করা হয়েছে। ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবরে বলা হয়, চাঁদ আজ সবুজ হচ্ছে না। যারা সবুজ হওয়ার খবর প্রকাশ করেছে, তারা তা না বুঝেই প্রকাশ করেছে। খবরটা অসত্য। চাঁদ আজ বা ২৯ মে কোনো দিনই সবুজ হচ্ছে না।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft