চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজ পেয়ে খুশি পথচারীরা


শীর্ষরিপো্র্ট ডটকম । ৬  আগস্ট ২০১৬

চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজ পেয়ে খুশি পথচারীরা

চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজ পেয়ে খুশি পথচারীরা



রাজধানীর বিমানবন্দর সড়কে নির্মিত চলন্ত সিঁড়িযুক্ত অত্যাধুনিক ফুটওভার ব্রিজটি খুলে দেয়া হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও হজযাত্রীদের সুবিধার জন্য ব্রিজটি খুলে দেয়ায় হজযাত্রীসহ সাধারণ পথচারীরা ব্যাপক উৎসাহ আনন্দ প্রকাশ করেছেন।

ফুটওভার ব্রিজ দিয়ে করতে হজযাত্রীসহ পথচারীরা খুব আগ্রহ সহকারে লাইনে দাঁড়িয়ে রাস্তা পারাপার হচ্ছেন। আরো কয়েকদিন পর ব্রিজটি উদ্বোধনের কথা থাকলেও হজ মৌসুম শুরু হয়ে যাওযায় উদ্বোধন অনুষ্ঠানের আগেই ব্রিজ খুলে দেয়া হয়। তবে কিছু আনুষঙ্গিক কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করার কথা রয়েছে।

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের মোড়ে নান্দনিক ফুটওভার ব্রিজটি বাংলাদেশ নৌ বাহিনীর নকশা ও তাদের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটির নির্মাণ কাজ করেছে।

ব্রিজটি নির্মাণের ফলে বিমানবন্দর এবং হাজক্যাম্পের মধ্যে যাতায়াত আরো সহজ হলো। শিশু ও বয়স্কদের আরামদায়ক চলাচলের জন্য ফুটওভার ব্রিজে ওঠা ও নামর পথে দুটি চলন্ত সিঁড়ি সংযোজন করা হয়েছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft