![]() |
চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহারে বাংলাদেশ ও ভারতের চুক্তি শিগগিরইশীর্ষরিপো্র্ট ডটকম । ৭ ডিসেম্বর ২০১৬ ![]() চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহারে বাংলাদেশ ও ভারতের চুক্তি শিগগিরই চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চূড়ান্ত চুক্তি শিগগিরই হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌসচিব পর্যায়ের বৈঠকের শুরুতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের সচিব রাভিভ কুমার। অশোক মাধব রায় বলেন, বাংলাদেশের বন্দরগুলো যত বেশি ব্যবহার হবে তত বেশি আয় বাড়বে। এটি সড়কপথে ট্রাক, কভার্ডভ্যান বা কন্টেইনারে পরিবহনের জন্য বাংলাদেশের যানবাহন ব্যবহৃত হবে। ইতোমধ্যেই ভারতের সঙ্গে এ বিষয়ে নীতিগত চুক্তি হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এ চুক্তি হলে ভারত চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে বিভিন্ন রাজ্যে তার পণ্য পরিবহনের সুযোগ পাবে। তিনি বলেন, পায়রা বন্দরে মাল্টিপারপাস (কন্টেইনার) টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী ভারত। এসব বিষয়েই আজকের অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হবে। তিনি আরো বলেন, কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সিভিস সংক্রান্ত এমওইউ'র বিষয়ে এসওপি চুক্তির বিষয়ে চলতি বৈঠকে আলোচনা হবে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |