চঞ্চল ও শাওন একসঙ্গে গাইলেন


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৮ আগস্ট ২০১৬

 

চঞ্চল ও শাওন একসঙ্গে গাইলেন

চঞ্চল ও শাওন একসঙ্গে গাইলেন



অভিনয়ের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দু'জনের মধ্যে দারুণ একটি মিল রয়েছে। সেটি হলো তারা গানও করেন। দু'জনেরই রয়েছে গানের ভক্ত-শ্রোতাও। তবে কখনো গান তাদের একসঙ্গে করা হয়নি।

এবারে এলো সেই সুযোগ। দুজনে গান করলেন ‘আড্ডা গানে ঈদ' নামে আরটিভির ঈদের একটি বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি ঈদ নিয়ে তাদের শৈশব-কৈশোরের স্মৃতিসহ নানা বিষয় নিয়ে কথাও বলেছেন। আড্ডার ফাঁকে ফাঁকে জানিয়েছেন যাপিত জীবনের অনেক কথা।

লাক্স তারকা রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সোহেল রান বিদ্যুতের প্রযোজনায় ‘আড্ডা গানে ঈদ' অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেলে ৫ টা ২০ মিনিটে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft