গৃহস্থালির গ্যাসের দাম বাড়ানো হলো


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩  জানুয়ারি  ২০১৭

গৃহস্থালির গ্যাসের দাম বাড়ানো হলো

গৃহস্থালির গ্যাসের দাম বাড়ানো হলো



গৃহস্থালির গ্যাসের দাম বাড়ানো হলো।গ্যাসের দাম বৃদ্ধি ভোক্তাদের উপর চাপ বাড়াবে সন্দেহ নেই।

বাংলাদেশে আগামী মার্চ মাসের শুরু থেকে গ্যাসের দাম বাড়ানোর ঘোষনা এসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, বর্ধিত দাম অনুসারে একটি গ্যাসের চুলার জন্য প্রতিমাসে বিল পরিশোধ করতে ৭৫০ টাকা। তবে জুন মাস থেকে সে দাম আরো বেড়ে ৯০০ টাকা হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বর্ধিত দাম অনুসারে দু'টি চুলার জন্য মার্চ মাস থেকে বিল দিতে হবে ৮০০ টাকা যেটি জুন মাসে বেড়ে ৯৫০ টাকা।

গত বেশ কিছু দিন ধরেই গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দেয়া হচ্ছিল। বিভিন্ন বামপন্থী সংগঠন আগে থেকেই দাম বাড়ানোর এ প্রস্তৃতির সমালোচনা করে আসছে।

গৃহস্থালির চুলার পাশাপাশি পরিবহনের জন্য সিএনজি'র দামও বাড়ানো হয়েছে। মার্চ মাস থেকে প্রতি ঘনমিটার সিএনজি'র দাম হবে ৩৮ টাকা এবং জুন মাস থেকে প্রতি ঘনমিটার ৪০ টাকা।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft