|
গুলির শব্দে কেঁপে ওঠল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানশীর্ষরিপো্র্ট ডটকম । ৬ আগস্ট ২০১৬ অলিম্পিকের মশাল বহন করা হচ্ছিল। দর্শকেরা দেখার জন্য অপেক্ষা করছেন। কিন্তু হঠাৎ করে তাদের মনে হলো, তারা বুঝি উসাইন বোল্ট অ্যান্ড কোম্পানির ১০০ মিটার দৌড়ের ফাইনাল দেখছেন, মশালবাহকরা যেন স্বর্ণ জয়ের জন্য ছুটছেন। একটা গুলির শব্দ সব কিছু উল্লে দেয়। মশালটি রিও ডি জেনেরিও'র কম্পেক্সো ডি চ্যাপাডাও অতিক্রমের সময় কোনো অপরাধী সম্ভবত মজা করার জন্য ফাঁকা গুলি ছুড়েছিল। এই শব্দে প্রথমে ভয় পেয়ে যায় মশালবাহকদের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন। তারাই বাহকদের দ্রুত ছুটতে নির্দেশ দেয়। তারা উৎকণ্ঠা আর ভীতি নিয়ে সেই নির্দেশ বেশ ভালোভাবেই পালন করে। আর এই দৃশ্য ধারণ করে ছেড়ে দেয়া হয় ইউটিউবে। সেটা এর মধ্যেই ১০ লাখ বার দেখা হয়ে গেছে। অনেকের কাছেই এটা কৌতুককর একটা অনুষ্ঠান বিবেচিত হয়েছে। সূত্র : ডেইলি মেইল |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |