গুলশানের সন্দেহভাজন ভবন থেকে দুটি ব্যাগ উদ্ধার



 শীর্ষরিপো্র্ট ডটকম । ৬  সেপ্টেম্বর   ২০১৬


গুলশানের সন্দেহভাজন ভবন থেকে দুটি ব্যাগ উদ্ধার

গুলশানের সন্দেহভাজন ভবন
থেকে দুটি ব্যাগ উদ্ধার



রাজধানীর গুলশান এক নম্বর সিগন্যালের পাশে একটি ভবন থেকে দুটি ব্যাগপ্যাক উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বোমা নিষ্ক্রিয়কারী দল ব্যাগ দুটি পরীক্ষা করছে। বর্তমানে গুলশানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে গুলশান অ্যাভিনিউর ৫১ নম্বরের এই ভবনটির তালা ভেঙ্গে কয়েকজন প্রবেশ করে। পরে নিরাপত্তাকর্মীরা বাইরে থেকে ভবনটি তালা লাগিয়ে দেয়। ভবনটিতে সন্দেহভাজন কয়েক ব্যক্তি অবস্থান করছে বলে তথ্য পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছায়। বেলা সোয়া ১১টার দিকে ভবনটির জানালা ভেঙ্গে পুলিশের কয়েকজন সদস্য ভেতরে প্রবেশ করেন। ভবনটির চারপাশে র‍্যাব, পুলিশ ও সোয়াট টিমের সদস্যরা অবস্থান নেয়। ভবনটিতে দুটি বেসরকারি ব্যাংক ও একটি ইলেক্ট্রনিক পণ্যের শো রুম রয়েছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft