গুলশানের কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে বিএনপির এক ঘণ্টার বৈঠক


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৮  জুলাই ২০১৬

গুলশানের কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে বিএনপির এক ঘণ্টার বৈঠক

গুলশানের কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে বিএনপির এক ঘণ্টার বৈঠক



ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিকদের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকেল সোয়া ৪টায় থেকে সোয়া ৫টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিকদের মধ্যে ইন্দোনেশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ইরান, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান, ব্রিটিশ, নরওয়ে, নেপাল, আমেরিকা ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বিদেশিদের সঙ্গে সাধারণত কোনো কর্মসূচি থাকলে বিএনপির পক্ষ থেকে তা গণমাধ্যমকে জানানো হয়। এ বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে গতকাল (মঙ্গলবার) থেকেই খবর ছিল দেশের জঙ্গিবাদ ও  সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিদেশিদের কাছে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft