|
গুলশানের উদ্ধার অভিযানের ঘটনায় আইএসপিআর-এর ব্রিফিং সাড়ে ১২টায়শীর্ষরিপো্র্ট ডটকম। ২ জুলাই ২০১৬ রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের বিষয়ে আজ শনিবার বেলা সাড়ে ১২টায় প্রেস ব্রিফিং করবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সকালে আইএসপিআর-এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিকেল সাড়ে ৩টায় এ বিষয়ে ব্রিফিং করা হবে। পরে এ সময়সূচি পরিবর্তন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজেন রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের প্রেস ব্রিফিং ঢাকা সেনানিবাসের সেনাসদরে বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিটের প্রবেশপথ দিয়ে অনুষ্ঠানস্থলে যেতে পারবেন সংবাদমাধ্যমকর্মীরা। তবে জরুরি প্রয়োজনে সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আইএসপিআর। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |