|
গুপ্তহত্যার ঘটনায় গণফোরামের উদ্বেগশীর্ষরিপো্র্ট ডটকম। ১২ জুন ২০১৬ সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণফোরাম। শনিবার এক বিবৃতিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু এই উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু, সংখ্যালঘু নাগরিক নিত্য রঞ্জন পান্ডে, সুনীল গোমেজ, আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সাম্প্রতিককালের হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বিগ্ন। এই সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিও জানান তারা। একই সঙ্গে এ ধরনের কাপুরুশোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |