গুগল তৈরি করছে উড়ন্ত গাড়ি


শীর্ষরিপো্র্ট ডটকম। ১১  জুন ২০১৬

গুগল তৈরি করছে উড়ন্ত গাড়ি

গুগল তৈরি করছে উড়ন্ত গাড়ি



বিমান বা হেলিকপ্টারের মতো শিগগিরই আকাশপথে উড়তে দেখা যাবে আস্ত গাড়ি। এবার সেই বিস্ময়েরই ব্যবস্থা করছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। আশা করা হচ্ছে, কয়েক বছরের মধ্যেই উড়ন্ত গাড়ি নির্মাণ সম্পন্ন করবে গুগল।

উড়ন্ত গাড়ি নির্মাণের জন্য ইতোমধ্যে দুটি প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা করছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি। জি অ্যারো এবং কিটি হক এই প্রতিষ্ঠান দুটি উড়ন্ত গাড়ি তৈরির কাজ করছে।

২০১০ সালে প্রতিষ্ঠিত জি অ্যারো ক্যালিফোর্নিয়ার হলাইস্টারের একটি এয়ারপোর্ট হ্যাঙ্গারে নিজেদের নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এছাড়া মাউন্টেইন ভিউতে নাসার গবেষণা কেন্দ্রেও প্রতিষ্ঠানটির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে।

এছাড়া কিটি হক নামে অন্য প্রতিষ্ঠানটিতেও একই ধরনের মডেল নিয়ে গবেষণা চলছে। প্রতিষ্ঠানটিতে ১২ জন প্রকৌশলী কাজ করছেন। জি এয়ারো থেকে আধমাইল দূরে এর সদর দফতর। কিটি হক যে জিনিসটির ওপর কাজ করছে, তা অনেকটা কোয়াডকপ্টার ড্রোনের জায়ান্ট ভার্সনের সঙ্গে মিলে যায়। তবে এসব বিনিয়োগের বিষয়টি গোপন রাখার তাগিদ দিয়েছিলেন ল্যারি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft