|
গরুর হাটে চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা:মেয়র সাঈদ খোকনশীর্ষরিপো্র্ট ডটকম । ১ সেপ্টেম্বর ২০১৬ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারে গতকাল ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি' শীর্ষক অনুষ্ঠানে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আসন্ন কোরবানির পশুরহাটে কোনোরকম চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন। তিনি এলাকাবাসীর উত্থাপিত রাস্তাঘাট, পানি, গ্যাস, বিদ্যুৎ, সড়ক বাতি, পয়ঃনিষ্কাশন, পরিচ্ছন্নতা, মাদক, নিরাপত্তাসহ নাগরিক সেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে যেগুলো সম্ভব সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তা সমাধানের নির্দেশনা দেন। যেগুলো তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় সেগুলো সময় নির্ধারণ করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেন। স্থানীয় পার্কের সমস্যা সমাধানের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ পার্কটি সুন্দর, উন্নত ও আধুনিক মানের তৈরি করার জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করেছি। শিগগিরই কাজ শুরু হবে। হরিজনদের জন্য এগারটি আবাসিক ভবন করে দেয়া হবে বলেও মেয়র জানান। সভায় ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি, পুলিশ প্রভৃতি বিভাগের প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত থেকে নিজ নিজ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |