খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৯  অক্টোবর  ২০১৬

যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার ভোরে সিংগিয়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বুধবার ভোর ৪টার দিকে যশোরের সিংগিয়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সেই সময় থেকেই খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নেয়ার জন্য খুলনা থেকে রিলিফ ট্রেন যাচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ আবার চালু হবে।

এদিকে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী যাত্রীবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে আটকে আছে। আর সকালে খুলনা থেকে যাত্রীবাহী কপোতাক্ষ, বেনাপোল কমিউটার ও রূপসা এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেন যাত্রা করেনি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft