খালেদা হজ পালন শেষে দেশে ফিরলেন


শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬



খালেদা হজ পালন শেষে দেশে ফিরলেন

খালেদা হজ পালন শেষে দেশে ফিরলেন



বিত্র হজ পালন শেষে ১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সৌদি বাদশার আমন্ত্রণে ৭ সেপ্টেম্বর সৌদি আরব যান তিনি। হজ পালনকালে লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরাও হজে অংশ নেন।

এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিকেল সাড়ে ৩টা থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

জানা গেছে, হজ পালন শেষে সৌদি আরবের মদিনা শরিফ থেকে একই বিমানে পরিবারের সদস্যদের সঙ্গে দুবাই এসে ছেলে ও পরিবারের অন্য সদস্যদের বিদায় জানিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft