|
খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির তারিখ পিছিয়ে ৬ অক্টোবরশীর্ষরিপো্র্ট ডটকম । ৩১ আগস্ট ২০১৬ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির তারিখ আবার পিছিয়েছে। আগামী ৬ অক্টোবর আত্মপক্ষ শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করেন। আজ খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে হরতালে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হননি খালেদা জিয়া। এ ছাড়া মামলাটি স্থগিত চেয়ে এবং তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার বিষয়ে লিভ টু আপিল শুনানির অপেক্ষায় থাকায় আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। খালেদা জিয়া হজ পালন করতে সৌদি আরবে যাবেন বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বলেন- হরতাল, আপিল শুনানি এবং হজের বিষয় বিবেচনা করে আগামী ৬ অক্টোবর খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য করা হলো। তবে ওই দিন তাকে আদালতে হাজির হতে হবে। এ নিয়ে ১০ম দফায় পেছাল আত্মপক্ষ সমর্থনের শুনানি। এর আগে গত ৭ ,১৭ ও ২৫ এপ্রিল এবং ৫ও ১৯ মে এবং ২ ও ২৩ জুন এবং ১১ ও ১৮ আগস্ট খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা। প্রসঙ্গত, ২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। মামলাটিতে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |