‘খালেদা জিয়াকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে’: নৌ পরিবহন মন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম। ২১  এপ্রিল  ২০১৬

‘খালেদা জিয়াকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে': নৌ পরিবহন মন্ত্রী

‘খালেদা জিয়াকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে': নৌ পরিবহন মন্ত্রী



মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘২০১৪-১৫ সালে বেগম জিয়া শত শত মানুষ হত্যা করেছেন। মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যার দায়ে যেমন বিচার হচ্ছে তেমনিভাবে শত শত মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ারও বিচার করা হবে।'

তিনি বলেন, ‘কথায় কথায় ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে। ধর্মের নাম ব্যবহার করে যারা মানুষ হত্যা করে, আগুনে পুড়িয়ে মারে তারা মুসলমান না।'

সাংবাদিক শফিক রেহমান প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘সাংবাদিক শফিক রেহমান প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের হত্যা চেষ্টার ষড়যন্ত্র করেছিল এটা প্রমাণিত। একইভাবে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান পত্রিকায় মিথ্যা তথ্য প্রচার ও উস্কানিমূলক বক্তব্য তুলে ধরে জাতিকে বিভ্রান্ত করেছিল।'

সাংবাদিকদের দাবি অনুযায়ী নবম ওয়েজ বোর্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সাংবদিকদের নবম ওয়েজ বোর্ডের দাবি যৌক্তিক। এই দাবির সঙ্গে আমরাও আছি। এই সরকার ৮ম দিয়েছে, আমরা নবম ওয়েজ বোর্ড দেওয়ার জন্য চেষ্টা করবো।'

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাব এডিটরর্স কাউন্সিরের দফতর সম্পাদক কাউসার খোকনকে সংবর্ধনা দেওয়া হয়।

জহিরুল আলম পিলুর সভাপতিত্বে বক্তব্য অন্যান্যদের মধ্যে সাংসদ সানজিদা খানম, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft