|
খালেদা গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকেশীর্ষরিপো্র্ট ডটকম । ১১ এপ্রিল ২০১৭ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। সোমবার রাত সাড়ে ৯ টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত চুক্তি ও সমঝোতা নিয়ে আলােচনা হবে। পাশাপাশি তিস্তা চুক্তি না হওয়ায় এ নিয়ে জনমত গঠনের পরিকল্পনা নেয়া হতে পারে বলে জানা গেছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |