খালেদার শোক নূরজাহান বেগমের মৃত্যুতে


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩  মে  ২০১৬

খালেদার শোক নূরজাহান বেগমের মৃত্যুতে

খালেদার শোক নূরজাহান বেগমের মৃত্যুতে



উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, সাহিত্য ক্ষেত্রে মেয়েদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই উপমহাদেশের ব্রিটিশ শাসনের শেষ বছরেই বেগম পত্রিকা প্রকাশিত হয়। মেয়েদেরকে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষায় সম্পৃক্ত করার মহান ব্রত নিয়েই বেগম পত্রিকা তার পথচলা শুরু করে। নূরজাহান বেগম ছিলেন এই পথচলার অগ্রদূত।

খালেদা জিয়া বলেন, বিংশ শতাব্দির মধ্যকালে তৎকালীন সংস্কারাচ্ছন্ন সমাজে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য এ ধরনের পত্রিকা প্রকাশ ছিল একটি সাহসী উদ্যোগ।

খালেদা জিয়া নূরজাহান বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সোমবার সকালে নূরজাহান বেগম রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft