খালেদার কার্যালয়ে তল্লাশির ঘটনা জানতেন না শেখ হাসিনা


শীর্ষরিপো্র্ট ডটকম । ২২মে  ২০১৭

খালেদার কার্যালয়ে তল্লাশির ঘটনা জানতেন না শেখ হাসিনা

খালেদার কার্যালয়ে তল্লাশির ঘটনা জানতেন না শেখ হাসিনা



প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির বিষয়ে ।

সোমবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় এ প্রসঙ্গে কথা উঠলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, তিনি (প্রধানমন্ত্রী) আমাকে জানান ‘আমি জানতাম না বিষয়টি।'

এর আগে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, এ নিয়ে আগে থেকে কিছুই জানতেন না তিনি নিজেও।

বৈঠকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ওই দিন আমাদের এত বড় কর্মসূচি (বর্ধিত সভা) ওই ঘটনার কারণে কভারেজে মার খেয়েছে।

বৈঠকে বিষয়টি নিয়ে অন্য নেতারাও একই মন্তব্য করেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft